নিজস্ব প্রতিনিধি – ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। তবে ছাত্র-ছাত্রীদের মানতে হবে করোনাবিধি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পডু়য়াদের বাড়ি থেকে স্কুলে আসা এবং স্কুল থেকে বাড়ি যাওয়া পর্যন্ত কীভাবে করোনা বিধি মানতে হবে সেই ব্যাপারে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করল শিক্ষা দফতর। স্কুলে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে। করোনাকালে দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। তাই খোলার আগে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতায়।