কবিতা – “সময়ের অপেক্ষা”
কলমে – কৃষ্ণকলি বেরা
ঠিকানা – ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ
৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া
কলকাতা -৭০০০৮৪
থানা -নরেন্দ্রপুর
সমাজটা আজ ভরে গেছে
হলাহলের জঞ্জালে,
একটুখানি জায়গা খুঁজি
নির্ভরতার অঞ্চলে।
বিষোদ্গারের আগুনে আজ
জ্বলছে কারোর বিবেক বিষ,
দুলছে ক্রোধে চোখের চাউনি
সাবধানেতে সব থাকিস।
কখন কোথায় আসবে ছুটে
অভদ্রতার বাক্যবাণ,
ভেতর ভেতর দিচ্ছে এখন
চকচকে ওই ছুরিতে সান।
তোমার স্বত্ত্বা,তোমার সম্মান
ধ্বংস চাইছে কে বা কেউ
বিধাতার কোপ আসলে নেমে
রক্ষা পাবেনা তোমরা কেউ।
মাথাটাকে দিচ্ছ বিকিয়ে
মেলাচ্ছ হাত অসৎতের,
সময় মত দেখতে পাবে
ওপরওয়ালার বিচারের।