কুশল সেন (বিশেষ প্রতিনিধি) – হাইভোল্টেজ পুজো নিয়ে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কি ঘোষণা করলেন:

**কোভিড প্রটোকল মেনে যেভাবে গতবছর পুজো হয়েছিল ঠিক সেইভাবেই এবারও পুজো হবে। চিন্তার কোন কারণ নেই। নিশ্চিন্তে পুজো করুন।

**করোনা আবহে পুজো কমিটিকে মাস্ক সরবরাহ করার নির্দেশও দিয়েছেন। তিনি  বলেন, “যত বেশি মাস্ক, তত বেশি সচেতন ও সতর্ক থাকতে পারব। রাতের পুজো পরিক্রমা পরে ভেবে দেখা হবে, আগের বছর ছাড় দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত উপনির্বাচনের পর নেওয়া হবে। তৃতীয় তরঙ্গ না আসলে এটা ভেবে দেখব।”

**মুখ্যমন্ত্রী এও বলেন যে ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিসর্জন প্রক্রিয়া চলবে।  পরিস্থিতি বুঝে ১৮ অক্টোবর কার্নিভাল নিয়ে সিদ্ধান্ত। ১৯ তারিখে নবী উৎসব এবং ২০ তারিখ লক্ষ্মী পুজো। আমাদের কার্নিভালের দিকে সারা বিশ্ব তাকিয়ে থাকে। তাই অবস্থা বুঝে সিদ্ধান্ত হবে।

Loading