**আজ লালকৃষ্ণ আডবাণীর জন্মদিন । কেককেটে আদভানির জন্মদিন পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জন্মদিনের শুভেচ্ছা জানাতে এদিন প্রাক্তন উপ প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে যান নরেন্দ্র মোদি। বাড়িতে গিয়ে প্রবীণ নেতাকে শুভেচ্ছা জানান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। এর আগে ট্যুইটে লালকৃষ্ণ আডবাণীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

**প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু । কয়েকদিনের বৃষ্টিতে রাজধানী চেন্নাইতে  তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। নিচু এলাকা জলমগ্ন। শহরের প্রধান রাস্তাগুলি জলের তলায়।  আগামীকাল থেকে রাজ্যে রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা।

**ছত্তীসগঢ়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে জওয়ানের গুলি।এলোপাথাড়ি গুলিতে নিহত ৫০ নম্বর ব্যাটেলিয়নের চার জওয়ান।গুলিতে জখম আরও ৩ জন জওয়ান। এই ঘটনায় সুকমার মারাইগুড়া থানা এলাকায় লিঙ্গমপল্লি ক্যাম্পে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) ক্যাম্পে এক জওয়ান তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে দেন।

 197 total views,  10 views today