নিজস্ব প্রতিনিধি –  *ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়।  বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন রাজ্যপাল। গতকাল পরীক্ষার পর রক্তে ম্যালেরিয়ার জীবাণু মিলেছে। বঙ্গভবনে চিকিৎসা চলছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

*কলকাতায় করোনা সংক্রমণ বাড়ছে। ফের শুরু হয়েছে কড়াকড়ি। ঠিক করে দেয়া হয়েছে, রাত সাড়ে দশটার পরে খোলা রাখা যাবে না রেস্তোরাঁ, পানশালা। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্তু রাত্রিকালীন বিধিনিষেধ জারি করা হচ্ছে। ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে রেস্তোরাঁ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার সমস্ত থানাকে কড়া নির্দেশ লালবাজারের। রাতের শহরজুড়ে ফের শুরু নাকা চেকিং।

*কলকাতায় বাড়ছে করোনা। কলকাতা পুরসভা সূত্রে খবর, একদিনে শহরে আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন। যদিও স্বাস্থ্য দফতর প্রকাশিত তথ্য অনুযায়ী সংখ্যাটা ২৬৮।

*মার্কুইস স্ট্রিটে একটি অফিস থেকে উদ্ধার আড়াই কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট।

পাশের একটি ঠিকানা থেকে উদ্ধার হয়েছে ৯৩ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা। দাবি কাস্টমস সূত্রে।

Loading