নিজস্ব প্রতিনিধি – উত্তরে হাওয়া বইতে শুরু করেছে, সেই সঙ্গে শীতের আমেজ বাড়ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবার বর্ষা যেমন দীর্ঘস্থায়ী হয়েছিল তেমনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে আরও কমবে রাতের তাপমাত্রা। আবহাওয়া দপ্তর এও জানাচ্ছে, কালীপুজোর আগে থেকেই কলকাতাতে স্বাভাবিকের নীচে থাকছে রাতের তাপমাত্রা। দীপাবলির রাতে আরও নামবে পারদ।  ইতিমধ্যেই দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রির কাছাকাছি। দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রী। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদার আবহাওয়া থাকবে আরামদায়ক। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কোনও নেই।

 282 total views,  2 views today