নিজস্ব প্রতিনিধি – উত্তর প্রদেশ রাজ্যে অনুষ্ঠেয় আগামী বছরের বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দল কংগ্রেসকে নেতৃত্ব দেবেন সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও প্রাক্তন মন্ত্রী সালমান খুরশিদ এ তথ্য জানিয়েছেন। বার্তাসংস্থা এএনআইকে তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না। তিনি বলেন, ‘জোটবদ্ধ হতে হয় মন থেকে। কেউ যদি আমাদের দলে যোগ দিতে চান, তাদের স্বাগত জানাই।’  তাহলে ওই নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছেন কে – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভারতের প্রাক্তন এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে লড়বো। আমাদের বিজয়ের জন্য তিনি কাজ করে চলেছেন। পরে হয়তো তিনি মুখ্যমন্ত্রীর মুখ সবার সামনে প্রকাশ করবেন। নির্বাচনে কংগ্রেসের ইশতেহার কি হবে, জানতে চাইলে সালমান খুরশিদ বলেন, ‘আমরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। এ জন্য আমরা একটি পরিকল্পনাও তৈরি করেছি। আমাদের ইশতেহার হবে জনগণের আওয়াজ।’

Loading