নিজস্ব প্রতিনিধি – উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। এদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবারও উত্তরে একইরকম আবহাওয়া থাকবে। ওইদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী পাঁচদিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কোনও বড়সড়ো পরিবর্তন নেই বলে জানানো হয়েছে।

Loading