নিজস্ব প্রতিনিধি – রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে উত্তরাখণ্ড থেকে ফিরল তিন বাঙালি অভিযাত্রীর মৃতদেহ। জানা গিয়েছে, মৃতরা হলেন বিকাশ মাকাল, সৌরভ ঘোষ ও রিচার্ড মণ্ডল। প্রসঙ্গত, দেবভূম উত্তরাখণ্ডে সম্প্রতি ট্রেকিংয়ে গিয়ে তুষার ধসের কবলে পড়ে মৃত্যু হয় বাংলার ১১ জন অভিযাত্রীর। সুন্দরডুঙ্গা উপত্যকায় ৫ বাঙালি মৃতদেহের হদিস মেলে। অন্যদিকে, লামখাগা পাস সংলগ্ন দুটি জায়গা থেকে পাওয়া গেল আরও ৬ জনের মৃতদেহ।

Loading