কয়লা কাণ্ডে ফের একবার ইডির দিল্লি দপ্তরে তলব করা হল তৃণমূলের সর্ববারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিশেষ সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের ২১ তারিখ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যে একটি নোটিশও পাঠানো হয়েছে তাঁকে।