নিজস্ব প্রতিনিধি – একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান আত্মহত্যা করেন। এর জের ধরেই ৭২ ঘণ্টার মধ্যে ঘটে যায় ৬টি ঘটনা। প্রতিটি গল্পেই জড়িয়ে আছে দুজন মানুষের সুখ, অশান্তি, আশা, হতাশা আর পাওয়া না পাওয়ার দ্বিধাদ্বন্দ্ব। ৬টি গল্প, ১২ জন মানুষ আর তাদের নিয়েই চরকির এই সপ্তাহের অরিজিনাল ওয়েব সিনেমা ‘৭২ ঘণ্টা’ ।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে দর্শকদের জন্য গত ১৫ নভেম্বর সিনেমাটির অফিসিয়াল পোস্টার উন্মোচন করা হয়। আগামী ২৫ নভেম্বর রাত ৮টার সময় মুক্তি পেতে যাচ্ছে অতুন ঘোষ পরিচালিত ৭২ ঘণ্টা সিনেমাটি। স্টোরি লাইন মুভিজ ও চরকি প্রথমবাবের মতো একসঙ্গে কাজ করছে। এই প্রযোজনার মধ্য দিয়ে ভারতীয় বাংলা কন্টেন্টকে স্বাগত জানাচ্ছে চরকি।
সিনেমার ফ্রেমে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীকে। সেই সঙ্গে আরও দেখা যাবে ইন্দ্রানী হালদার, অনন্যা চট্টোপাধ্যায়, নীনা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রণদীপ বসু, রিয়া বণিক, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়কে।
রবিবার সিনেমাখ্যাত পরিচালক অতনু ঘোষ চরকিতে তার সিনেমার রিলিজ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই অ্যান্থলজি ফিল্মের ছয়টি গল্পের প্রতিটিতেই ৭২ ঘণ্টার ব্যবধানে দুজন অপরিচিত ব্যক্তির সাক্ষাৎ হয়। কিন্তু পরিস্থিতি এবং প্রেক্ষাপট দুটোই থাকে ভিন্ন। এছাড়া তাদের প্রত্যেকের রয়েছে জীবন সম্পর্কে ভিন্ন দৃষ্টি, উপলব্ধি ও নৈতিকতা। প্রত্যেকে ভিন্ন পরিবেশ-পটভূমি থেকে আসা।’
তিনি আরও বলেন, ‘অদ্ভুতভাবে প্রত্যেকটি ক্যারেক্টারই ধ্বংস ও পুনর্নির্মাণের মুখোমুখি হচ্ছে। আশা–হতাশার বেড়াজালকে অতিক্রম করে মানবতা আর সহমর্মিতা খুঁজে পাওয়াই হলো এই গল্পের লক্ষ্য।’
৭২ ঘণ্টা প্রিমিয়াম কনটেন্ট হিসেবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দেখা যাবে। ছবিটি দর্শক মাসিক, ৬ মাস ও ১২ মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার মাধ্যমে দেখতে পারবেন।
পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে সাবস্ক্রিশন কেনার মধ্য দিয়ে শুধু এই ছবিটিই নয়, আরও দেখা যাবে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বাংলায় ডাব করা ভিনদেশি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্যসহ আরও অনেক ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট।
58 total views, 2 views today