নিজস্ব প্রতিনিধি – অক্টোবরের শেষ দিকে রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিল। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে এক চিকিৎসক সহ তিন জনকে। এক বেসরকারি হাসপাতালের চিকিৎসর-সহ তিনজনকে জালে এনে তদন্তের কিনারা করে ফেলল কলকাতা পুলিশ। এই ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অরিন্দম সেনের নাম। তিনি ছাড়াও গ্রেপ্তার হয়েছে তাঁর গাড়িচালক রমেশ সাউ এবং টাইপিস্ট বিজয়কুমার কয়াল। উল্লেখ্য, এর আগে চিকিৎসক অরিন্দম সেন বিশিষ্ট ৭ জন ব্যক্তিকে এভাবে হুমকির চিঠি পাঠিয়েছিলেন। আজ মঙ্গলবার তিনজনকেই আদালতে পেশ করা হবে।
118 total views, 2 views today