নিজস্ব প্রতিনিধি – ঠিক মহালয়ার আগে ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম বাড়ানো হল ২৯ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩০ পয়সা বেড়েছে। দাম বাড়ানোর জেরে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৩ টাকা ৩৬ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৪ টাকা ১৭ পয়সা। লাগাতার এইভাবে জ্বালানির দাম বেড়ে চলায় মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।