নিজস্ব প্রতিনিধি – আজ বিধানসভা কক্ষে উপনির্বাচনে চারজন জয়ী পার্থী শপথ নিলেন। অধ্যক্ষ বিমান মুখোপাধ্যায় এর কাছে শপথ নেন নির্বাচনে জয়ী চার প্রার্থী। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ১৬ নভেম্বর থেকে বিভিন্ন পাড়ায় গাড়িতে করে র্যাশন পৌঁছোবে। সেখানেই পাড়ার লোকজন একজায়গায় সেই গাড়ি থেকে নিজেদের র্যাশন নিতে পারবেন। এখনও যাঁরা বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি, তাঁরা ওই ক্যাম্পগুলি থেকে নাম নথিভুক্ত করতে পারবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, পুজোর আগে এই প্রকল্পের পাইলট শুরু হয়েছিল। সেই সময় পরীক্ষামূলকভাবে বেশ কিছু এলাকায় ওই প্রকল্পের সূচনা করেছিল সরকার।
588 total views, 2 views today









