নিজস্ব প্রতিনিধি – পেট্রল-ডিজেলের দাম বাড়লেও বাড়েনি কমিশন। এনিয়ে এবার কড়া পদক্ষেপ নিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। আজ অর্থাৎ মঙ্গলবার সকাল ছটা থেকে বুধবার ভোর ছটা পর্যন্ত বন্ধ থাকবে কয়েক হাজার পেট্রল পাম্প। সংগঠনের আওতায় থাকা পেট্রল পাম্প মালিকদের দাবি, পেট্রল-ডিজেলের দাম বাড়লেও মালিকদের কমিশন বাড়েনি। পাশাপাশি রয়েছে বেশকিছু দাবিও রয়েছে তাদের। সবমিলিয়ে মঙ্গলবার থেকে নো পারচেজ, নো সেলের সিদ্ধান্ত নিল সংগঠন।