আজকের (২০ অক্টোবর,২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

আজকের টোটকা

শত্রুতা থেকে রক্ষার টোটকা

যে সব ব্যক্তিরা প্রচন্ড শত্রুতায় ভুগছেন তারা প্রতিদিন স্নানের পর ও সন্ধ্যাবেলায় শুদ্ধাচারে ঠাকুরের আসনের সামনে বসে ঘি ও সরষে তেল মিশিয়ে প্রদীপ জ্বালিয়ে – ‘‘ওঁ হ্রীং বগলামুখী দেবী মম শত্রু বিনাশায় স্বাহা’’ – এই মন্ত্রটি ১০৮ বার জপ করবেন।

সুস্বাস্থ্যের টোটকা

ব্রন বা মেচেতায় যাদের মুখ হচ্ছে নষ্ট।

দারু হরিদ্রা ঘষে লাগাও চরক বলছে স্পষ্ট।।

আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন

Loading