আজকের ( ১০ অক্টোবর,২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
আজকের টোটকা
শনির সাড়েসাতিতে মুক্তির টোটকা
(ক) যে সকল ব্যক্তি বর্তমানে শনির সাড়েসাতির কবলে পড়েছেন তারা প্রতিদিন সকালে সন্ধ্যায় শুদ্ধাচারে দক্ষিণাকালী কবচ পাঠ করবেন। এবং শনিবার সন্ধ্যায় শুদ্ধাচারে দক্ষিণাকালী মন্দিরে আরতি করবেন।
(খ) প্রতিদিন সকালে নিজে কিছু খাবার আগে কালো কুকুর ও কাককে খাওয়াতে হবে।
(গ) প্রতি মঙ্গলবার হনুমানজির সামনে উপবিষ্ট হয়ে হনুমান চালিশা পাঠ করবেন।
সুস্বাস্থ্যের টোটকা
যার গায়েতে এই গরমে ঘামাচি গেছে ভরে
ভক্তিভরে শ্বেত চন্দন হলুদ বাটা আর কর্পুর মাখবে।।
আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন