নিজস্ব প্রতিনিধি –  কলকাতায় অনেক জায়গায় ঘুরেছেন হয়তো। পায়ের তলায় ভেজা বালির ছোঁয়া আর নোনা ঢেউয়ের স্পর্শ পেতে অনেকেই ছুটে যান দীঘা বা মন্দারমণি। তবে কলকাতায় খুব কাছের একটি জায়গা হচ্ছে হেনরি আইল্যান্ড। যেখানে হয়তো যাওয়া হয়নি আপনার।

উইকেন্ডে এক বা দেড় দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন সমুদ্র, ঝাউ আর ম্যানগ্রোভ অরণ্যের অপরূপ মিশেল হেনরি আইল্যান্ডে।

কলকাতা থেকে খুব কাছেই হেনরি আইল্যান্ড। নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদী পেরিয়েই পৌঁছে যাবেন হেনরি আইল্যান্ড। সেখানে পাবেন ঝাউ আর ম্যানগ্রোভ অরণ্যের পাশাপাশি বিশাল সমুদ্র তটের অপরূপ মিশেল। কোলাহল ম

মুক্ত, শান্ত, নির্জন পরিবেশে যারা ঘুরতে পছন্দ করেন, তারা যেতে পারেন হেনরি আইল্যান্ড।

নির্জন সৈকতভূমিতে রয়েছে ‘নজর মিনার’। এই নজর মিনারে উঠলেই চোখে পড়বে প্রকৃতির বিপুল সবুজের সমাহার। এখানে রয়েছে নানা শেডের ম্যানগ্রোভ অরণ্য।

যতদূর চোখ যায় দেখতে পাবেন হেতাল, সুন্দরী, গরান, গেঁওয়ার সম্ভার। এ ছাড়া রয়েছে বঙ্গোপসাগরের সুবিশাল বিস্তার। তাই ভ্রমণপিপাসুরা মন চাইলেই ঘুরে আসতে পারেন নীল-সবুজের রাজত্ব ছাড়িয়ে বালুকারাশি দিয়ে ঘেরা নির্জন দ্বীপে।

দ্বীপগুলো বালুকা কণার রঙ কালচে সাদ, যা দখল করে আছে ছোট-বড় রক্তবর্ণ লালকাঁকড়ার দল।

কীভাবে যাবেন?

ধর্মতলা থেকে প্রতিদিনই বাস ছাড়ে হাতানিয়া-দোয়ানিয়া নদী যাওয়ার। নদী পেরিয়ে বাসস্ট্যান্ড থেকে কিংবা বকখালী থেকে ট্রেকারে পৌঁছে যাবেন হেনরি আইল্যান্ড।

চাইলে ট্রেনে শিয়ালদহ থেকে পৌঁছাতে পারেন নামখানা। নামখানা থেকেই ট্রেকারে পৌঁছে যেতে পারেন হেনরি আইল্যান্ডে।

তবে হেনরি আইল্যান্ডে রাত কাটানোর তেমন কোনো ব্যবস্থা নেই। আপনি থাকতে চাইলে আপনাকে থাকতে হবে বকখালীতেই। খরচ একেবারে নাগালের মধ্যেই। মাথাপিছু দুই হাজার টাকায় একদিনের ঘুরে আসতে পারেন হেনরি আইল্যান্ড।

নির্জন সৈকতভূমিতে রয়েছে ‘নজর মিনার’। এই নজর মিনারে উঠলেই চোখে পড়বে প্রকৃতির বিপুল সবুজের সমাহার। এখানে রয়েছে নানা শেডের ম্যানগ্রোভ অরণ্য।

যতদূর চোখ যায় দেখতে পাবেন হেতাল, সুন্দরী, গরান, গেঁওয়ার সম্ভার। এ ছাড়া রয়েছে বঙ্গোপসাগরের সুবিশাল বিস্তার। তাই ভ্রমণপিপাসুরা মন চাইলেই ঘুরে আসতে পারেন নীল-সবুজের রাজত্ব ছাড়িয়ে বালুকারাশি দিয়ে ঘেরা নির্জন দ্বীপে।

দ্বীপগুলো বালুকা কণার রঙ কালচে সাদ, যা দখল করে আছে ছোট-বড় রক্তবর্ণ লালকাঁকড়ার দল।

 514 total views,  2 views today