নিজস্ব প্রতিনিধি – কখনো শুনেছন মানুষের কামড়ে সাপের মৃত্যুর সংবাদ। হ্যাঁ, এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে ওড়িশা রাজ্যের গাম্ভারিপাতিয়া গ্রামে। স্থানীয়রা জানান,ঐ রাজ্যের গাম্ভারিপাতিয়া গ্রামের কিশোর বাদ্রা (৪৫) নামের এক ব্যক্তি ধানক্ষেত থেকে কাজ করে ফেরার পথে বিষধর সাপ ছোবল মেরেছিল। তখন কামড় খেলেও সাপটিকে ধরে ফেলেন তিনি। প্রতিশোধ নিতে বেশ কয়েকবার কামড়ে ফেলেন সাপটিকে। আর এতে মারা যায় সাপটি। সেই মৃত সাপ হাতে নিয়েই বাড়ি আসেন কিশোর। গোটা ঘটনার কথা জানান তার স্ত্রীকে। তার পর গ্রাম জুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় কিশোরের কীর্তি। এখন কিশোর বাদরা চিকিৎসার পর সুস্থ আছেন ।

Loading