প্রকাশিত হল জ্যোতিষরত্ন প্রফেসর ডঃ কুশল সেন প্রণীত বৈদিক জ্যোতিষ শাস্ত্রের গবেষণামূলক গ্রন্থ ‘অব্যর্থ জ্যোতিষ সিদ্ধান্ত’। এই বইটিতে পূর্ণজন্ম, পূর্বজন্ম ও সংস্কার, মাতৃগর্ভেই  নিয়তি, শেয়ার বাজারে লাভ-ক্ষতি, যোটক বিচারের আদ্যপান্ত, আগন্তুক বিশেষ শ্রেণীর উন্মাদনা, অদৃশ্য বাধা থেকে মুক্তি, সাড়েসাতী দশাতেই প্রধানমন্ত্রী, দ্রেক্কান কুন্ডলীর তাৎপর্য, ১০৮ সংখ্যার সার্বিক  তাৎপর্য সহ এমন বহু বিষয়ের উপর বিস্তারিত তথ্য সম্বলিত পর্যালোচনা রয়েছে। বইটি উচ্চতর জ্যোতিষশাস্ত্রের পাঠ্যপুস্তক হিসাবে এবং বৈদিক জ্যোতিষ শাস্ত্রের গবেষণামূলক কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সংগ্রহ হিসাবে পরিগণিত হয়েছে। ’২৪ ঘন্টা খাসখবর ডট কম (একটি অনলাইন নিউজ চ্যানেল)-এর পক্ষ থেকে আমাদের উপদেষ্টা মহোদয় ডঃ কুশল সেন-এর এই অমর রচনার জন্য তাঁকে আমরা কুর্নিশ জানাই ও তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামণা করি।

Loading