নিজস্ব প্রতিনিধি – দীর্ঘ প্রতীক্ষার ইনভেস্টর সমস্যা মিটল ইস্টবেঙ্গলে। বুধবার নবান্নে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  হস্তক্ষেপেই শেষপর্যন্ত সমস্যার সমাধান হল। ঠিক হয়েছে, ইনভেস্টর হিসেবেই লাল-হলুদে থাকছে ‘শ্রী সিমেন্ট’। আর এর ফলে ইস্টবেঙ্গলের আইএসএলে খেলতে আর কোনো অসুবিধা  রইল না। আজ  নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে বসেন লগ্নিকারী সংস্থা এবং ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা। সেখানেই চুক্তি সংক্রান্ত সমস্ত জট নিয়ে  আলোচনা হয়। সমস্যা সমাধানের পর  মুখ্যমন্ত্রী নিজেই নবান্নের সভাঘরে এসে জানিয়ে দেন, ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের যে সমস্যা চলছিল তা আপাতত মিটে গেছে। যে সমস্যাগুলি রয়েছে সেগুলি পরে আলোচনা হবে।  আপাতত লাল-হলুদের ইনভেস্টর হিসেবেই থাকছে হরিমোহন বাঙুরের সংস্থা শ্রী সিমেন্ট। ফলে আগামী আইএসএলে খেলছে ইস্টবেঙ্গল, এতে আর কোন সন্দেহ রইল না।

Loading